কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হতদরিদ্র ১৭ টি পরিবারের মাঝে চ্যানেল এস ইউকের পক্ষ থেকে চ্যানেল এস ইউকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান এর ব্যবস্থাপনায় বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দরিদ্রের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়েছে।
বুধবার(২৪ জুন) সকাল ১০ টায় উপজেলার উজানীগাও, ডুংরিয়া, ফতেপুর, গাগলী,আস্তমা ও উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী তোলে দেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, চ্যানেল এস ইউকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, চ্যানেল২৪ এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এআর জুয়েল, চ্যানেল এস ইউকের সিলেটের চীপ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী, চ্যানেল এস ইউকের সুনামগঞ্জের ক্যামেরা পার্সন আকরাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।
খাদ্য সামগ্রী সহায়তাকালে চ্যানেল এস ইউকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি খলিল রহমান বলেন, দেশের প্রতিটি দুর্যোগ মূহুর্তে চ্যানেল এস ইউকের পরিচালনা পরিষদের পক্ষ থেকে অসহায় মানুষদের নানা ভাবে সহযোগিতা করা হয়ে থাকে। করোনার এ মহা সংকটকালীন সময়ে চ্যানেল এস এর পক্ষ থেকে দক্ষিণ সুনামগঞ্জের অসহায় ১৭টি পরিবারকে সাধ্যানুযায়ী সহযোগিতা করার জন্য আপনাদের পাশে আমরা রয়েছি।
উল্লেখ্য নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫০ কেজি চাউল, ৮ কেজি তেল, ৫ কেজি আলু ও পেঁয়াজ, ৩ কেজি ডাল, ১ কেজি রসুন, ২০০ গ্রাম হলুদ, ২০০ গ্রাম মরিচ, ১ কেজি চিনি, ২ কেজি লবন, ১ কেজি ময়দা ও ২ টি সাবান।