শ্রীমঙ্গল প্রতিনিধি : অদ্য শনিবার(৩১অক্টোবর) বিকাল ৩ ঘঠিকায় শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ৫নং কালাপুর ইউনিয়ন ভিত্তিক একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন “গ্রীন কালাপুর”আয়োজনে মাদক বিরোধী ক্যাম্পিং”মাদক’কে না বলি সুখী সমৃদ্ধ জীবন গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে ৫নং কালাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ড নিয়ে ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় ৬নং ওয়ার্ডকে ২-০ গোলে পরাজিত করে ৪নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়।তুমুল উত্তেজনাপুর্ন খেলায় হাজারো দর্শকের সমাগম ঘঠে।

উক্ত ফাইনাল খেলায় সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় সভাপতি জাকারিয়া আহমেদ’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল আশরাফুজ্জামান আশিক,শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক,ওসি(তদন্ত)সোহেল রানা,জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন,৫নং কালাপুর ইউপি সাবেক চেয়ারম্যান ও কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই,বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান মুজুল,শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী,কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ ৬নং ওয়ার্ডের ফিরোজ মিয়া,গ্রীন কালাপুর সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।