কে, এ, রাহাত, গোয়াইনঘাট :
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১শত বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২১ শে ডিসেম্বর শনিবার ভোরে গোয়াইনঘাট সালুটিকর রাস্তার বঙ্গবীর পয়েন্ট থেকে গোয়াইনঘাট থানার এস.আই জুনেল ও এ.এস.আই মোঃ সুফিয়ান মিয়া সহ তাদের একটি ফোর্স অভিযান পরিচালনা করে ওই তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন।
আটক মাদক ব্যাবসায়ীরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার মনুর পার গ্রামের সিদ্দিক আলীর ছেলে মাসুক মিয়া (২৮), গোয়াইনঘাট উপজেলার পাতলিকোনা খালপার গ্রামের আব্দুল মতিনের ছেলে দিলোয়ার হোসেন (২৯) একই উপজেলার লামনি গ্রামের ফয়জুর রহমানের ছেলে আব্দুল মালিক (২৩)।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর-গোয়াইনঘাট রাস্তার বঙ্গবীর পয়েন্টে পুলিশ অভিযান চালিয়ে ১শত বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।