ছবি- সিলেটের জনপদ
কানাইঘাট বাজার বণিক সমিতির পক্ষথেকে কানাইঘাট থানার নবাগত ওসি শামসুদ্দোহা পিপিএম’কে বরণ ও বিদায়ী ওসি আব্দুল আহাদ’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (৪ আগষ্ট) রবিবার সন্ধ্যা ৬টায় পৌর মার্কেটের ৩য় তলায় এ অনুষ্টানের আয়োজন করা হয়। এতে বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীমের পরিচালনায় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক রফিক আহমদ, যুগ্ম আহবায়ক ফখর উদ্দিন শামীম, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর বিলাল আহমদ, ইসলাম উদ্দিন, শাহাব উদ্দিন চৌধুরী, কানাইঘাট বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান, সদর ইউপি আওয়ামীলীগের আহবায়ক হোসেইন আহমদ, বাজার বণিক সমিতির সদস্য হেলাল আহমদ, ইফতেখার আলম, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, সহযোগী সদস্য মারুফ আহমদ সহ বাজার বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিদায়ী ওসি ও নবাগত ওসি ।অপরাধ নির্মূলে অতীতের মতো পুলিশকে সহযোগীতা করার আহবান করেন। সেই সাথে মাদক জুয়া ও চুরি ডাকাতি বন্ধ করতে পুলিশের সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান তারা।
Posted ১১:১২ অপরাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad