ছবি- সিলেটের জনপদ
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের ৩৪০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে তাদের প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই ঈদকে সামনে রেখে ধনীদের মত গরিবরাও যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।
দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান আমির আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম শাওন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, অর্থ সম্পাদক নূরুল ইসলাম। এরআগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৫ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad