সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: হাওরবাসীর অধিকারে পক্ষে গড়ে ওঠা হাওর বাঁচাও আন্দোলন হাওরপাড়ের কৃষি ও শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে সর্বদা বলিষ্ট ভ‚মিকা পালন করে যাবে। পাশাপাশি বাঁধ নির্মাণসহ কৃষিখাতে সরকারি বরাদ্দে যে কোন ধরনের অনিয়মের বিরুদ্ধেও সচেষ্ট থাকবে সংগঠনটি। সম্পূর্ণ অলাভজনক এই সংগঠন এখন থেকে হাওর অধ্যুষিত সাত জেলায় তাদের কার্যক্রম বিস্তৃত করবে। সামগ্রিক কার্যক্রম সুনামগঞ্জ থেকে পরিচালিত কেন্দ্রীয় কমিটি তত্তাবধান করবে।
শুক্রবার বেলা ১১ টায় সুনামগঞ্জ শহরের লতিফা কনফারেন্স হলে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের দায়িত্বশীলরা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজেন সেন রায়ের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের গঠনতন্ত্র সংশোধন করে পূর্বের ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর নাম পরিবর্তান করে ‘হাওর বাঁচাও আন্দোলন’ নামকরণ করা হয়।
এছাড়া, সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযানে প্রকৃত কৃষকদের কাছে থেকে ধান ক্রয়ের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি বিভাগের প্রতি আহবান জানানো হয় সভা থেকে। পাশাপাশি সংগঠনের একটি মনিটরিং দল এই কাজে খোঁজখবর নিয়ে কোথাও অনিময় দেখলে তাৎক্ষণিক বিষয়টি প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, আগামী বোরো মৌসুমে হাওরের ফসলরক্ষার জন্য যেসব এলাকায় বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেসব এলাকায় যাতে হাওরের উপকারভোগী প্রকৃত কৃষকদের উপস্থিতিতে কার্যকর গণশুনানি অনুষ্ঠানের মধ্যদিয়ে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয় সেই আহবান জানানো হয় সভা থেকে। সেইসাথে বাঁধ নির্মাণে দলীয়করণ, আত্মীয়করণসহ সকল প্রকার অনিয়ম-দুর্নীতির পথ বন্ধ করার দাবি জানানো হয়। কাজের স্ব”ছতার জন্য পানি উন্নয়ন বোর্ডের বিগত বছরে বাঁধ নির্মাণে যুক্ত উপ-সহকারী প্রকৌশলীদের অন্য উপজেলায় বদলি করে নির্মাণ কাজ তদারকির দায়িত্ব দিতে পাউবোর প্রতি আহবান জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলনের কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সহ-সভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, যুক্তরাজ্য প্রবাসী মুক্তিযোদ্ধা আহবাব চৌধুরী, প্রমুখ।
Posted ১:০২ অপরাহ্ণ | শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad