মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: সরকার কর্তৃক আরোপিত নতুন সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার সর্বত্র বাংলাদেশ পিকআপ, ট্রাক, কাভার ভ্যান, পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অর্নিদিষ্টকালের কর্মবিরতি চলছে।
বুধবার (২০ নভেম্বর) ভোর ৬ টা থেকে এ কর্মবিরতি পালন আরম্ভ হযেছে। হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ জেলাও এ কর্মসূচীর সাথে একাত্মতা পোষণ করেছে। তাই আজ থেকে হবিগঞ্জের পিকআপ, ট্রাক, কাভার ভ্যান মালিক-শ্রমিকরা অর্নিদিষ্টকালের জন্য এ কর্মবিরতি পালন করছে।
Posted ১১:২২ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad