শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নতুন করে মুক্তিযোদ্ধা তালিকায় হবিগঞ্জের যারা !

বুধবার, ২২ জানুয়ারি ২০২০     321 ভিউ
নতুন করে মুক্তিযোদ্ধা তালিকায় হবিগঞ্জের যারা !

মোঃ আব্দুর রকিব,  হবিগঞ্জ থেকে ::

অবশেষে অনেক যাচাই-বাছাই এর পর সারা দেশে ১ হাজার ৩৭৯ জনকে নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এর সাথে হবিগঞ্জের ৩৬ জন মুক্তিযোদ্ধা হিসেবে নতুনকরে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে যাচ্ছেন। তন্মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ২ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ৪ জন, নবীগঞ্জ উপজেলায় ১২ জন, বাহুবল উপজেলায় ২ জন, চুনারুঘাট উপজেলায় ১ জন, লাখাই উপজেলায় ১ জন ও মাধবপুর উপজেলায় ১৪ জন রয়েছেন। রোববার (১৯ জানুয়ারী) একটি সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।

নতুন মুক্তিযোদ্ধা তালিকায় রয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার হাজী মো. আব্দুল মজিদ, মৃত আব্দুস ছামাদ খান। আজমিরীগঞ্জ উপজেলার হরে কৃষ্ণ দাস, রঙ্গলাল দাস, পিতাম্বর দাস, রাকেশ চন্দ্র সরকার।
নবীগঞ্জ উপজেলার নরেন্দ্র কুমার দাশ, কালিপদ মহালদার, মোঃ সঞ্জব আলী, সৈয়দ আব্দুল মতিন, ডা. যোগেন্দ্র কিশোর বিশ্বাস, শাহ আবদুল গনি, মৃত আব্দুল আউয়াল চৌধুরী, মোঃ ইজাজ মিয়া, মরহুম দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজী, সত্য রঞ্জন দাশ, অহিদুর রহমান চৌধুরী, মৃত মাখন চন্দ্র দাশ। বাহুবল উপজেলার আ. খালেক, শাহ হারুন মিয়া। চুনারুঘাট উপজেলার মোঃ বশির মিয়া। লাখাই উপজেলার মো. আহাদ হোসেন, মাধবপুর উপজেলার মো. জসিম উদ্দিন, মরহুম গোলাপ খাঁন, ডা. সুখেন্দ্র দেবনাথ, আফিজ উদ্দিন, মরহুম মাহবুব উদ্দিন চৌধুরী, আবু সিদ্দিক মোহাম্মদ কবির, শহীদ নুর মিয়া ভূইয়া, মো. খুর্শেদ আলী, মৃত মোমরাজ মিয়া, দিলীপ কুমার পাল, শহীদ মকবুল আলী, শহীদ সিরাজ মিয়া, শহীদ মো. জারু মিয়া, মরহুম খুর্শেদ আলম চৌধুরী।

উল্লেখিতরা প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও এতদিন তাদের নাম গেজেটভূক্ত হয়নি। তাদের নামে ইস্যু করা হয়নি কোন সনদ। ফলে এতদিন তাঁরা সরকার প্রদত্ত কোনো সুযোগ-সুবিধা পাননি। উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই কমিটির সুপারিশক্রমে এবার তাদের নাম গেজেটভূক্তির সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।

গত ১০ ডিসেম্বর জামুকার ৬৬তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শীঘ্রই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জামুকার চেয়ারম্যান আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, উপজেলা কমিটির যাচাই-বাছাই শেষে জামুকার সুপারিশের ভিত্তিতে প্রথম দফায় সারাদেশে এক হাজার ৩৭৯ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। শীঘ্রই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এরপরই তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(541 ভিউ)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com