মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে রুহেল মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রুহেল মিয়া উপজেলার কাজিরগাও গ্রামের ফুল মিয়ার পুত্র।
জানা যায়, নিহত রুহেল মিয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। ওইদিন রুহেল মিয়া তার নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত সেখানে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। এতে সে তড়িতাহত হলে তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ১:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad