মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ব্রীজের নিচ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় সালেহ আহমেদ মানিক নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার অভিযান চালিয়ে বালু ভর্তি ট্রাক্টর আটক করেন। পরে ঘটনাস্থল সদর উপজেলা হওয়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম এর আদালতে হাজির করে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান- অভিযান চালিয়ে খোয়াই নদীর ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় হাতে নাতে বালু ভর্তি টাক্টর আটক করে সদর উপজেলা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
Posted ৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad