সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে: লাখাই উপজেলার আওয়ামীলীগের সম্মেলন কে গিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে ও উৎসবের আমেজ বইছে।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামীলীগের লাখাই উপজেলা শাখার ৩ ডিসেম্বর সম্মেলন কে সামনে রেখে আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম বিতরণ উদ্ভোধন করেন লাখাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ২০১৯ এর সিনিয়র যুগ্ম আহবায়ক, লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহন বিষয়ক কমিটির আহবায়ক লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার, সিনিয়র যুগ্ম আহবায়ক লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আজনু, যুগ্ম আহবায়ক ও প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ।
মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহন আগামীকাল বুধবার সকাল ১০ থেকে বিকাল ৫ পর্যন্ত চলবে।
মঙ্গলবার বিকাল ৪ টা পর্যন্ত যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা দেন লাখাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা দেন লাখাই উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি কাউছার আহমেদ।
উল্লেখ্য যে, কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ টি পদ ও সাংগঠনিক সম্পাদক ৩ টি পদ সহ মোট ৮ টি পদে নির্বাচন হবে।
Posted ৯:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad