সুৃমন আহমেদ বিজয়,লাখাই থেকে: নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৩ ঘটিকার সময় মোড়াকরি বাজারে মোড়াকরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী ইসহাক মিয়ার সভাপতিত্বে ও মোড়াকরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদের পরিচালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল মজিদ চৌধুরী শাকিল,লাখাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক খাইরুদ্দিন আহমেদ সহ আওয়ামীলীগে অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
লাখাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে বিভিন্ন পদে প্রতিদ্বন্ধিকারী ১৬ জন প্রার্থী উপস্থিত কাউন্সিলার ও নেতাকর্মীদের সামনে স্ব স্ব পদে প্রার্থীতা ষোষনা করে পরিচিত হন ও ভোট চান।
সাধারণ সম্পাদক পদে পরিচিত হন ও ভোট পার্থনা করেন শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বামৈ ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুন,ফজলে এলাহী মোঃ ফরহাদ ও ফারুক আহমেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে পরিচিত হন ও ভোট প্রার্থনা করেন এডভোকেট মাহফুজ মিয়া,আব্দুছ সোবহান, জুয়েল রানা মেম্বার ও মোঃ মোজাহিদ মিয়া।
সাংগঠনিক সম্পাদক পদে পরিচিত হন ও ভোট দেওয়ার আহবান জানান শফিউল আলম সফিক, এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ, সম্পদ রায়, আইয়ুব রেজা ইমরান, কাউসার আহমেদ, ইঞ্জিনিয়ার মাহবুব উদ্দিন ও রাসেল আহমেদ।
ত্রি-বার্ষিক সম্মেলন শেষে মোড়াকরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে পুনরায় হাজী ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল মজিদ কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত নের্তৃবৃন্দ।
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad