শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

’ছাতকের খেলাধুলাকে এগিয়ে নিতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম পরিপূরকের কাজ করবে’ -এমপি মুহিবুর রহমান মানিক

রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯     502 ভিউ
’ছাতকের খেলাধুলাকে এগিয়ে নিতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম পরিপূরকের কাজ করবে’ -এমপি মুহিবুর রহমান মানিক

ছাতক প্রতিনিধিঃ

স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সব ধরনের খেলাধুলাকে আন্তর্জাতিক মানে নিয়ে জেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পর্যায়ে মিনি ষ্টেডিয়াম নির্মাণ করছেন। ছাতকেও নির্মাধিন রয়েছে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম। প্রতিবছর শিক্ষার্থীদের যোগ্য প্রতিযোগি হিসেবে তৈরী করতে ফুটবলসহ বিভিন্ন মৌসুমী প্রতিযোগিতার আয়োজন ক ছে সরকার। তৃণমুল পর্যায়ে খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। এখানের খেলাধুলাকে অনেকদুর এগিয়ে নিতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম পরিপূরক হিসেবে কাজ করবে।

গতকাল ছাতক শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন তালুকদার, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, শিক্ষক মিছির আলী, দেলায়ার হোসেন খান, আশিকর রহমান, আরশ আলী, সাজিদুর রহমান, বিল্লাল হোসেন, আফরোজ আলী, মোস্তফা আহমদ, তমাল পোদ্দার প্রমুখ। পরে মাঠে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়।

এদিকে পৃথক আরেক অনুষ্টানে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, দেশের মানুষ এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। মানুষেল মৌলিক অধিকার নিশ্চিত হওয়ায় দেশের আপামর মানুষ রাষ্ট্র ক্ষমতায় বর্তমান আওয়ামী সরকারের উপর নির্ভর করতে পারছে। এ দেশের উন্নয়ন কর্মকান্ড এখন বহির্বিশ্বে রাষ্ট্র নায়করা অনুকরণ করছে।

বৃহস্পতিবার ছাতকের কালারুকা ইউনিয়ন পরিষদের আয়োজনে তাকে দেয়া এক সংবর্ধনা সভায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক আরোও বলেন, ছাতকের উল্লেখযোগ্য দৃশ্যমান সকল উন্নয়নই সম্পন্ন হয়েছে আওয়ামীলীগ সরকারের আমলে। ছাতক-দোয়ারার ২২টি ইউনিয়নের প্রতিটিকেই উন্নয়নের মাধ্যমে এক-একটি মডেল ইউনিয়নে পরিনত করা হবে। সুবিধানজনক অবস্থায় থাকা কালারুকা ইউনিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে সর্বাগ্রে কালারুকা ইউনিয়নকে এ নির্বাচনী অঞ্চলের প্রথম মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলা হবে।

ইউপি চেয়ারম্যান অদুদ আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের যৌথ পরিচালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আখলাকুর রহমান মুরাদ হোসেন, বিল্লাল আহমদ। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুস শহিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি, ফজলু মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ হৃদয়, আদর্শ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আখতার আহমদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ মিনার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, যুগ্ম আহ্বায়ক শিপলু আহমদসহ ইউপি সদস্য, সদস্যা প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(634 ভিউ)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com