বিজয় রায়, ছাতক প্রতিনিধি :
ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলণ ও বিক্রি করার অপরাধে দু’ব্যক্তিকে আটক ও ৩টি ট্রলি জব্ধ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টিলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির।
আটককৃত ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামের কুটি মিয়ার পুত্র রুকন মিয়া(৫৫) ও শহরের মন্ডলীভোগ এলাকার আকবর আলীর পুত্র ট্রলি চালক সুয়েব মিয়া(২৩)কে থানায় পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। মঙ্গলাবার দুপেুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা সোবহানের টিলা কেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় এবং পাথর বহনকারী ৩টি ট্রলি (নং-সিলেট মেট্রো ন-১১-০৯৬৫, সিলেট ন-১১-১৯২৮ ও সিলেট ন-১১-১৪৬২) আটক করেন ভ্রাম্যমান আদালত।
পাথরসহ জব্ধকৃত ৩টি ট্রলি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। অভিযানে ছিলেন ছাতক থানার এএসআই শাহ জামাল ও মহিউদ্দিন।
Posted ১১:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad