সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে: লাখাই উপজেলার স্হানীয় বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে স্হানীয় বুল্লা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে সহকারী কমিশনার(ভূমি) সঞ্জিতা কর্মকারের নের্তৃত্বে আদালত পরিচালনাকালে ব্যবসা প্রতিষ্টানে দ্রব্যমূল্যের তালিকা না থাকা, মাননিয়ন্ত্রনহীন ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিপন এবং অবৈধ পার্কিংয়ের দায়ে যানবাহনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থ দন্ডে দন্ডিত করেন।
এর মধ্যে সড়ক আইনে একটি লোকাল বাসকে ৫ হাজার, দিপু ষ্টোরকে ৩ হাজার,আল আমিন ষ্টোরকে ১ হাজার টাকা,বাধন ষ্টোরকে ২ হাজার টাকা, পাল টেডার্সকে ৫ হাজার, মোদক টেডার্সকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও বুল্লা বাজারে অবৈধভাবে যততত্র যানবাহন পার্কিংয়ের করে যাত্রী সাধারণের ভোগান্তি সৃষ্টি কারীদের মৌখিক ভাবে সতর্ক এবং পেয়াজের উর্ধ্বমুখী মূল্যরোধে প্রতিটি দোকানের পেয়াজ ক্রয় বিক্রয় রশিদ প্রখর করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে সহায়তা করেন লাখাই থানার এস আই শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।
অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিতা কর্মকার বলেন, ভোজ্য পণ্য ভেজালমুক্ত ও নিরাপদ নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখার স্বার্থে প্রতিদিন এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
Posted ১১:২০ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad