লাখাই উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভা। ছবি- সিলেটের জনপদ
লাখাই উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় লাখাই উপজেলা ভাইস-চেয়ারম্যানের কার্যালয়ে এ সভার আয়াজন করা হয়।
এতে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও তেঘরিয়া এস,ই,এস,ডি,পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আলম সভাপতিত্ব করেন। লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে সভাটি পরিচালনা করেন।
সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন লক্ষে প্রতিটি বিদ্যালযে মাল্টি মিডিয়া ক্লাশ ও শিক্ষার্থীদের মধ্যে যথাযথ শিক্ষা প্রদানের গুরুত্ব আরোপ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা নিজনিজ বিদ্যালয়ের সমস্যা-সম্ভাবনা নিয়ে্ও বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রহুল্লাহ।
Posted ১২:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad