সুমন আহমেদ বিজয়,লাখাই থেকে: লাখাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ বায়োজিত (রহঃ) ইসলামী একাডেমীর পিএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর সকাল ১১ ঘটিকায় শাহ বায়োজিত (রহঃ) ইসলামী একাডেমী প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুহুল আমিনের উপস্হাপনায় শুরতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সুরভী আফরিন নিশি ও গীতা পাঠ করেন অভিদাস বিল্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি দৈনিক খোয়াই লাখাই উপজেলা প্রতিনিধি আলহাজ্ব বাহার উদ্দিন,লাখাই রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আজকের হবিগঞ্জের লাখাই প্রতিনিধি বিলাল আহমেদ,জাতীয় দৈনিক যায়যায় দিন ও প্রতিদিনের বাণী লাখাই প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মহসিন সাদেক,জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনক হবিগঞ্জের মুখ পত্রিকার লাখাই প্রতিনিধি শিক্ষা নবীশ আইনজীবী সুমন আহমেদ বিজয়,সহকারী শিক্ষক সুজন চন্দ্র দেব, কামরুল হাসান,তপন মোদক,সহকারী শিক্ষিকা শিল্পি আক্তার হ্যাপী,উর্মি রাণী দাশ রিমা।
উল্লেখ্য যে গতবছর শাহ বায়োজিত (রহঃ) ইসলামী একাডেমী একটি টেলেন্ট পুল বৃত্তি ও চারটি এ প্লাস সহ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত শতভাগ কৃতকার্য হয়েছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দের একান্ত প্রচেষ্টায়।
Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad