নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁওয়ে আজ থেকে শুরু হয়েছে দু’দিন ব্যাপী (২১ ও ২২ ডিসেম্বর) বিজয় মেলা। প্রতিবছরের ন্যায় এবারও গ্রামীণ মেলা, প্রায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলার আয়োজন রয়েছে এ মেলায়। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং গ্রাম-বাংলার চমৎকার সমন্বয় থাকবে এতে।
আজ শনিবার ও কাল রবিবার বালিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলার আয়োজক শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার বালিগাঁও।
১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবসকে ঘিরে বালিগাঁও গ্রামের তরুণদের আয়োজনে দেড় দশকেরও বেশি সময় ধরে এ মেলা আয়োজন হয়ে আসছে।
গ্রামীণ খেলা কাবাডি, গোল্লাছুট, হাড়িভাঙ্গাসহ লোকজ সংস্কৃতি, বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংগঠন এর অংশগ্রহণে থাকবে বিশেষ সাংস্কৃতিক পর্ব।
মেলার আয়োজক তুহিন জুবায়ের বলেন, ‘ঐতিহ্যবাহী বিজয় মেলা আজ থেকে শুরু হচ্ছে। বিজয় মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার পাশাপাশি গ্রামীণ খেলাধুলার সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় হবে।’
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad