অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ‘নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি ইনক্’-এর পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইউকে সিনহা, ডা.শাহনেওয়াজ রহমান, নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি ইনকের প্রতিনিধি বুরহান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সিনিয়র সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, সেলিম হাসান কাওছার, হারিছ আলী, সাংবাদিক সুলতান আবু নাসের, জয় রায় হিমেল, প্রবাসী আলম আহমদ, হাসান আহমদ, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন প্রবাসীরা জনগণেরর পাশে এ করোনার সংকটকালীন সময়ে বিভিন্নভাবে সরকারের পাশাপাশি সমানভাবে পাশে এসে দাঁড়িয়েছেন। প্রবাসীদের জন্মভূমির প্রতি এ ধরনের ভালোবাসা সত্যিই প্রশংসার দাবিদার। তারা এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম হাতে নেওয়ার জন্য ‘নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি ইনক’-এর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।