রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

’সততা নিষ্টার মাধ্যমে দলকে শক্তিশালী করতে হবে’ -গোলাপগঞ্জ আওয়ামীলীগের সম্মেলনে নুরুল ইসলাম নাহিদ

বুধবার, ১৩ নভেম্বর ২০১৯     377 ভিউ
’সততা নিষ্টার মাধ্যমে দলকে শক্তিশালী করতে হবে’ -গোলাপগঞ্জ আওয়ামীলীগের সম্মেলনে নুরুল ইসলাম নাহিদ

গোলাপগঞ্জ প্রতিনিধি:  বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন- “দীর্ঘ ১৫ বছর পর গোলাপগঞ্জ আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ আমাদের আনন্দের দিন, উৎসবের দিন। এ সম্মেলনের গুরুত্ব অনেক বেশি। ২০০৪ সালে জামায়াত বিএনপির রোষানলে আমরা সম্মেলন করেছিলাম। তখন গোলাপগঞ্জ উপজেলা ছিল জামায়াত বিএনপির হাতে জিম্মি। কিন্তু প্রধানমন্ত্রীর সুষ্ঠু সুন্দর দেশ পরিচালনায় গোলাপগঞ্জ এখন আওমীলীগের শক্ত ঘাটিতে পরিনত হয়েছে। সততা ও নিষ্টার মাধ্যমে দলকে আরো শক্তিশালী করতে হবে। দেশকে এগিয়ে নিতে প্রয়োজন নতুন প্রজন্মকে উজ্জীবিত করা।”

বুধবার ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশন (সম্মেলন) চলে বিকাল ৪টা পর্যন্ত। দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল) বিকাল ৫টায় উপজেলা অডিটরিয়া অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ সম্মেলনে উপজেলা প্রত্যন্ত অঞ্চল ও তৃণমুল নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সম্মেলনের শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইনাম আহমদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সম্পাদক অ্যাভোকেট নাছির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবির আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আমিন, সৈয়দ মিসবাহ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল লেইছ, শিক্ষা বিষয়ক সম্পাদক ছলমান আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শরিফ উদ্দিন শরফ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল বশর ছদরুল উলা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন আহমদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুহেল প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১১ অপরাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com