শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে গোলাপগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে, মেয়র আরিফ

অজামিল চন্দ্র নাথ. গোলাপগঞ্জ   রবিবার, ২৪ অক্টোবর ২০২১     196 ভিউ
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে গোলাপগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে, মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে গোলাপগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। বিগত দিনে করোনা মহামারী থেকে শুরু করে বিভিন্ন দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। অসহায়দের ঘর নির্মাণসহ নানা উন্নয়নমুলক কর্মকাÐে সহযোগিতা করে যাচ্ছে। সেবামুলক লক্ষ্য নিয়ে এভাবে কাজ অব্যাহত রাখার জন্য তিনি সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
শনিবার বিকালে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণভাগ গ্রামে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের উদ্যোগে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নব নির্বাচিত সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ শাহনাজকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র আরিফ আরও বলেন বর্তমান আধুনিক যুগে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে ভালো কিছু করতে হবে। যাতে বেকারত্ব দূর করে নতুন প্রজন্ম দেশে ও প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তিনি বলেন গোলাপগঞ্জে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি এলাকা। তাই কৃষিক্ষেত্রে এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যার ফলে কৃষকেরা বেশি লাভবান হয়।
দক্ষিণভাগ এস ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউল ইসলাম চুনুর সভাপতিত্বে ও লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। তিনি বলেন দেশের প্রতি আন্তরিক ভালোবাসা থাকায় প্রবাসীরা বিদেশে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এর একটি নজির হচ্ছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে। সংগঠনের নেতৃবৃন্দ জীবিকার তাগিদে প্রবাসে থেকেও উপজেলাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক অর্থ সম্পাদক আব্দুস সামাদ, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, লক্ষনাবন্দ ইউপি আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া, সমাজসেবী খলকুর রহমান খলকু, অজি মোহাম্মদ কাওছার, খালেদুর রহমান খালেদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য কারী তোফায়েল আহমদ জিলু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইসি সদস্য সাদেক আহমদ, সাবেক উপদেষ্টা রিয়াজ উদ্দিন, লক্ষনাবন্দ অনলাইন প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান মিছবাহ, কালাম এন্ড সামাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, চ্যারিটি ক্লাবের সভাপতি মান্না আহমদ, আবু সাইদ প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নব নির্বাচিত সভাপতি আবুল কালাম বলেন ২০১২ সালের ১৬ই এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে অসহায়দের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এটি একটি নির্দলীয় ও অরাজনৈতিক সংগঠন। সকলের প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমে মেধা, মনন ও শৈলিপনায় বর্তমানে তা বিশাল সংগঠনে পরিণত হয়েছে। আন্তর্জাতিক পরিমন্ডলে গোলাপগঞ্জবাসীর কাছে আস্থা ও বিশ^াসের সংগঠনে পরিনত হয়েছে। এসময় তিনি সংগঠনের কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ শাহনাজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী ফরমুজ আলী মাদ্রাসার প্রধান শিক্ষক কামাল হোসেন। স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২১ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ অক্টোবর ২০২১

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com