দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলায় তিনদিন ব্যাপী স্কাউটের আনুষ্ঠানিক উদ্ধোধন করা কয়েছে। মঙ্গলবার দুপুরে দোয়ারাবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়েট স্কাউট প্রোগ্রামের উদ্বোধ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা ডা.আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিশনার বড়খাল স্কুল ও কলেজের প্রিন্সিপাল নজির আহমদ,উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক,উপজেলা স্কাউট লিডার মো.লুকমান হোসেন,স্কাউট কর্মকর্তা পাবেল আহমদ,ওয়ারিছ আলী,আতাউর রহমান,আসকর আলী।
আরো উপস্থিত ছিলেন হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিজ আলী,টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মছদ্দর আলী,হাজী নুরুল্লা তাং দশগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক, দোয়ারাবাজার সকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কুমার দাস, সহকারী শিক্ষক আল-আমিন প্রমুখ।