বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতকে সুরমা নদীতে নিখোঁজ হওয়া শিশু নুরুল আমিন রাহির লাশ ৩দিন পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন এলাকার সুরমা ব্রীজ সংলগ্ন সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার উদ্ধার করা হয়।
শিশু রাহি ছাতক পৌরসভার দক্ষিণ বাগবাড়ী এলাকার নুর উদ্দিনের পুত্র ও এস.পি.পি.এম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। রোববার বিকেলে ফেরীঘাটের জেটি থেকে সুরমা নদীতে পড়ে নুরুল আমিন রাহি নিখোঁজ হয়। ছাতক ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদল দু’দিন চেষ্টা করেও তার লাশ উদ্ধার করতে পারেনি।
মঙ্গলবার দুপুরে নদীতে লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বারকাহন এলাকা থেকে লাশ উদ্ধার করে। ছাতক থানার এসআই আনোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৮:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad