বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সাউদপুর গ্রামে আলহাজ্ব মুজিবুর রহমান জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মাদ্রাসার উদ্বোধন শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সাউদপুর ডাক্তার বাড়ির বাসিন্দা মাওলানা শামছুর রহমান।
স্থানীয় জাহিদ হাসান ফরিদের পরিচালনায় এবং আব্দুল কাইয়ূমের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, যুক্তরাজ্যের হোয়াইট চ্যাপল কাউন্সিলর আলহাজ্ব শেখ ফারুক মাহফুজ আহমদ, পাহারপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা ফারুক আহমদ, সৌদি প্রবাসী, কমিউনিটি নেতা আবুল খায়ের মাহমুদ, মাওলানা আক্তার হোসেন, স্থানীয় সুনু মিয়া, রইছ আলী, আলহাজ্ব গৌছ উদ্দিন, মনা উল্লাহ মেম্বার, হাজী আফতাব উদ্দিন, আব্দুল খালিক, ইছহাক আলী, আজমল হোসেন, আব্দুল কাদির, সাংবাদিক আলাউদ্দিন, স্থানীয় জামাল উদ্দিন, হাফিজ শফিকুল ইসলাম, রাজন মিয়া মেম্বার, সিরাজুল ইসলাম, মাওলানা বদরুজ্জামান, নূর উদ্দিন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, আলহাজ্ব মুজিবুর রহমান জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক সুরাইম তালহা ছায়াদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল জলিল। সভা শেষে মাদ্রাসায় হাফিজ আব্দুল জলিলের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ৮:২০ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad