ছাতকের পল্লীতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত শফিক মিয়া(৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। শফিক মিয়ার মৃত্যুর সংবাদ পৌছলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শফিক মিয়া উপজেলার দোলারবাজার ইউনিয়নের রামপুর গ্রামের ইসকন্দর আলীর পুত্র। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল আহমদ, ছাতক থানার ওসি গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শুক্রবার বিকেলে একই গ্রামের কলমধর আলীর পুত্র মোহাম্মদ আলী ও ফেরদৌস আলীর গরু শফিক মিয়ার জমির রোপনকৃত ধান খাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় শফিক মিয়া গুরুতর আহত হয়। তাকে আশংকাজনকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবকার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শফিক মিয়ার মৃত্যু ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Posted ৭:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad