ছাতক থেকে অপহৃতা শিশু হালিমা নুশরাত উর্মিলা(৫)কে মাত্র ৬ ঘন্টার মধ্যে সিলেট নগরীর গোটাটিকর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরনকারী রুকন আহমদ(২৮) কেও পুলিশ আটক করতে সক্ষম হয়। অপহৃতা শিশু হালিমা নুশরাত উর্মিলা উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামের ইউসূফ আলী মোহনের কন্যা এবং গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি, আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজার ভাতিজি।
জানা যায়, সোমবার সকাল প্রায় ১০টার দিকে আওলাদ আলী রেজা মালিকানাধিন একটি নোহা গাড়ী (নং-ঢাকা মেট্রো-চ – ৫৩-১২১৫) নিয়ে মালিকের টাকা গোবিন্দগঞ্জে ডাচবাংলা ব্যাংকে জমা দিতে যায় চালক। এসময় বায়না ধরলে শিশু হালিমা নুশরাত উর্মিলাকে সাথে নিয়ে যায় সে। গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে এবং উর্মিলাকে গাড়িতে রেখে ডাচবাংলা ব্যাংকে টাকা জমা দিতে যায় চালক।
এ সুযোগে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রামের কুটি মিয়ার পুত্র অপহরনকারী রুকন আহমদ চালক সেজে গাড়ি নিয়ে চম্পট দেয়। ফিরে এসে চালক যথাস্থানে গাড়ি ও শিশু উর্মিলাকে না পেয়ে চারিদিকে খোঁজাখুঝি শুরু করে। এক পর্যায়ে এ নিয়ে গোবিন্দগঞ্জ এলাকায় হৈ-ছৈ পড়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবগত করা হলে মাত্র ৬ ঘন্টার মধ্যে সিলেট নগরীর গোটাটিকর এলাকার আলাউদ্দিন মিয়ার ভাড়া দেয়া বাসা থেকে শিশু উর্মিলাসহ অপহরনকারী রুকন মিয়াকে আটক করে পুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের নেতৃত্বে উদ্ধা অভিযান পরিচালনা করেন থানার সেকেন্ড অফসিার হাবিবুর রহমান পিপিএম ও এসআই মুহিন উদ্দিন। প্রায় ৬ ঘন্টার সাড়াঁশি অভিযানে অপহৃত শিশু উর্মিলাকে উদ্ধার করা সম্ভব হয়। অপহরণকারী রুকন মিয়া গোটাটিকর এলাকার আলাউদ্দিন মিয়ার একটি বাসার ভাড়াটে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad