বিজয় রায়, ছাতক প্রতিনিধি :
ছাতক শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন কাজে ঝাড়ু-বেলচা হাতে রাস্তায় নামলেন ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা। ক্লিন ছাতক পরিবারের ব্যানারে গতকাল শুক্রবার বিকেলে শহরের প্রধান সড়ক পরিচ্ছন্ন করে তারা। প্রায় অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রী স্বেচ্ছাশ্রমে শহর পরিস্কার-পরিচ্ছন্ন করতে ঝাড়ু, বেলচা, টুকরী হাতে কাজ করতে দেখা গেছে।
টানা কয়েক ঘন্টা পরিচ্ছন্ন কাজ করার সময় শহরের উৎসুক জনতা তাদের এ মহৎ কর্ম দেখতে রাস্তায় ভিড় জমায়। ক্লিন ছাতক পরিবারের শিক্ষার্থীদের মধ্যে কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ ময়লা টুকরী ও বস্তায় ভরছে আবার কেউ কেউ এসব ময়লা নির্ধারিত স্থানে ফেলে আসছে। একটি টিম ওয়ার্কের মাধ্যমে ডিসিপ্ল্যান মেন্টেইন করে তারা শহর পরিস্কারের এ মহৎ কাজ শুরু করেছে।
ধারাবাহিকভাবে শহর পরিস্কার-পরিচ্ছন্নের কাজ করবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। শহর পরিস্কার-পরিচ্ছন্ন কাজে দি ক্লিন ছাতক পরিবারের অহি আম্বিয়া, বখতিয়ার রাহাত, রুহান হোসাইন, রুদ্র মজুমদার, আব্দুল আজিজ মেহেদী, সামি চৌধুরী, আল সাইফ রাফি, ইমরান মোহাম্মদ, আমির উদ্দিন নাইম, ইশতিয়াক সাকিব, সামি আক্তার ইমা, জুঁই দেবনাথ, ফাহমিদা ফেরদৌসি, সানজিদা শাহনাজ তিন্নি, মাজেদুল হাসান ফারহান, মাহফুজ আহমদ, বর্ষন আচার্য্য, গালিব আহমদ, মাহিন আহমদসহ শিক্ষার্থীরা শহর পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ছিল।
Posted ১০:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad