বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতকে লম্পট ভাতিজা কর্তৃক মধ্যবয়সী চাচী ধর্ষিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে এ ধর্ষনের ঘটনা ঘটে। ধর্ষক শাহ আলম(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ আলম একই ইউনিয়নের মঈনপুর গ্রামের মৃত মাছিম খানের পুত্র।
এ ঘটনায় গতকাল সোমবার ভিকটিম বাদী হয়ে শাহ আলমকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাতক থানায় একটি মামলা(নং-১৩) দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা মুক্তা বেগমের বাসায় ঝিয়ের কাজ করতো। ধর্ষক শাহ আলম সম্পর্কে ভিকটিমের ভাতিজা হওয়ায় প্রায়ই চাচীর সাথে দেখা করতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা-যাওয়া করতো। ঘটনার দিন দুপুরে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে রান্নার কাজ করছিল ভিকটিম। এসময় আশপাশে কেউ না থাকার সুবাদে পেছন দিক থেকে ভিকটিমকে ঝাপটে ধরে সে জোরপূর্বক ধর্ষন করে। বিষয়টি ভিকটিমের স্বামী ও স্থানীয় ইউপি চেয়রম্যানকে অবহিত করে থানায় মামলা দায়ের করা হয়।
সোমবার ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরন করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Posted ১০:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad