বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ বিডি ক্লিন ছাতকের উদ্যোগে শহর পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। বিডি ক্লিনের ব্যানারে শিক্ষার্থীরা শুক্রবার শহরের বাগবাড়ীসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান চালায়। এসময় তারা গ্লাফস পরে হাতে ঝাড়ু, বেলচা, কুদাল নিয়ে শহরের অলি-গলি ও ড্রেন পরিস্কার করতে দেখা গেছে।
পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে আপামর জনগনকে সচেতন করার লক্ষ্যে বিডি ক্লিন দেশ ব্যাপী কাজ করছে বলে টিমের সদস্যরা জানিয়েছেন। শুক্রবার বিকেলে সারা দেশে একই সময়ে ১৮ হাজার বিডিক্লিন কর্মী পরিচ্ছন্নতার কাজ করেছে বলে জানান, মাহবুল আলম তানিম।
এসময় ইন্সট্রাকটর মুজিবুল ইসলাম, শিক্ষার্থী অভি আম্বিয়া, জোনায়দ আহমদ শুভ, জুবায়ের হোসাইন, নাজিম উদ্দিন, জাবেদ আহমদ, ইমন আহমদ, কার্জন, হাবিবুর রহমান, শ্রাবন্তি দাস, নাজমুল হোসেন, আবিদ হাসান, চুমকী, বিউটি, আবু আনসার, পূর্ণিমা, সুমন আহমদ, শোভা, কেয়া, জুবায়েদ আহমদ, জীবন দাস, রায়হান আলম ও ক্ষুদে কর্মী রাহাতসহ ৪০ জন কর্মী পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ছিল।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad