ছাতকে লাফার্জ হোলসিম কারখানার শ্রমিকরা প্রায় সাড়ে ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেছে। কারখানার ৫ শ্রমিককে বরখাস্থ করার প্রতিবাদে সোমবার সকাল ৬ টা থেকে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। বরখাস্তকৃত শ্রমিকদের বেতন পরিশোধসহ কাজে পূনর্বহালের দাবীতে কারখানার শ্রমিকরা কর্মবিরতির ঘোষনা দেয় ৩০ আগস্ট।
ওইদিন উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল ও পথ সভা করে কর্মবিরতির ঘোষনা দেয়া হয়। পূর্ব ঘোষনা অনুযায়ী লাফার্জ হোলসিমের কর্মরত শ্রমিকরা সোমবার সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করে। বিষয়টি তাৎক্ষনিক লাফার্জ হোলসিম কারখানার নির্ধারিত ঠিকাদার মিজানুর রহমান, ফয়জুর রহমানসহ সংশ্লিষ্ট কয়েকজন ঠিকাদার উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তাদের দাবী অনুযায়ী বরখাস্থকৃত ৫ শ্রমিককে কাজে পূর্নবহাল করা হলে সকাল সাড়ে ১০টায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান করে।
উপজেলা ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি আইনূল হক জানান, কারখানার নির্ধারিত ঠিকাদাদের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নেয়ায় তারা কর্মবিরতী প্রত্যাহার করে নিয়েছেন।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad