বিজয় রায়, ছাতক প্রতিনিধিঃ ছাতকে ২৪ ঘন্টার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী একজন ডাক্তারসহ মোট ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন ১৮জনসহ এ পর্যন্ত ছাতক উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৫ জন। ১৮আগষ্ট মঙ্গাবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক এ তথ্য পাওয়া গেছে। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ১৫ জনই শহরের বাসিন্দা।
করোনা ভাইরাসে আক্রান্তরা হলেন শহরের মন্ডলীভোগ এলাকার ৪জন, ছাতক বাজার এলাকার ৫ জন, লাফার্জ সিমেন্ট কারখানা এলাকার ৩ জন, তাতিকোনা এলাকার ১ জন, মোগলপাড়া এলাকার ১ জন, নোয়ারাই এলাকার ১ জন, দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের ১ জন, লক্ষ্মীপুর গ্রামের ১ জন এবং গোবিন্দগঞ্জ এলাকার ১ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ সাইদুর রহমান নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৯:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad