ছাতক প্রতনিধি : ছাতকে ডাকাতি সহ ডজন খানেক মামলার পলাতক আসামী ডাকাত রফু মিয়া (৩৮)কে গ্রেফতার করা হয়ছে।
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ শহর থেকে লুন্ঠিত মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করে পুলিশ। রফু মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লাউতলা গ্রামের গাংপাড়(নতুন বাড়ির) মৃত মাসুক মিয়ার পুত্র।
গোপন সংবাদের ভত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান অভযিান চালয়িে সুনামগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করেন। গোবিন্দগঞ্জ স্বর্নের দোকানে ডাকাতির ঘটনায় দায়ের মামলার আসামী রফু মিয়া লুন্ঠিত মোবাইলসহ পুলিশের হাতে ধরা পড়ে ।
রফু ডাকাতের বিরুদ্ধে সিলেটে, গোলাপগঞ্জ , বিশ্বনাথ, মৌলভীবাজার, সুনামগঞ্জ সদর , দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর এবং ছাতক থানায় ডাকাত, অস্ত্র সহ ১২টি মামলা রয়ছেে বলে থানা পুলিশ সুত্রে জানা গছে। ছাতক থানার অফিসার ইনর্চার্জ শেখ নাজিম উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১:২২ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad