ছাতক প্রতিনিধিঃ ছাতকে চলমান ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শহরের ফুটপাত ১নং ব্রীজ হতে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত উচ্ছেদ অভিযানের পাশাপাশি শহরের ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়।
সোমবার সকাল থেকে বিকেলে পর্যন্ত ভ্রম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। এ উচ্ছেদ অভিযান কার্যক্রম নিয়মিত চলবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। সকালে শহরের সিএনজি ষ্ট্যান্ড এলাকা থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত, পান হাটা, চাউল হাটা, কালীবাড়ী রোড, পশ্চিমবাজার, চাঁদনীঘাট ও সবজী বাজার এলাকায় উচ্ছেদ ও দখল মুক্ত কার্যক্রম পরিচালিত হয়। এসময় ছাতক থানা পুলিশ পৌরসভার কর্তৃপক্ষ অভিযানের সাথে ছিলেন।
Posted ১১:১২ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad