ছাতকে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ২শ’ ৯৫ কেজি পোনা অবমুক্ত করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বৃহৎ জলাশয়, নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওরে ২শ ৪০ কেজি পোনা মাছ আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
এর আগে উপজেলা পরিষদের পুকুরে ৩০ কেজি ও থানা পুকুরে ২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। এ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীল, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন, দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, মৎস্য ব্যবস্থাপনা কমিটির সদস্য চান মিয়া চৌধুরীসহ কর্মকর্তা, মৎস্যজিবী উপস্থিত ছিলেন।
Posted ১১:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad