বুধবার ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ছাতকে আওয়ামীলীগের বর্ধিত সভায় নুরুল হুদা মুকুটকে কটুক্তি করায় নিন্দা ও ক্ষোভ

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯     155 ভিউ
ছাতকে আওয়ামীলীগের বর্ধিত সভায়  নুরুল হুদা মুকুটকে কটুক্তি করায় নিন্দা ও ক্ষোভ

ছাতক প্রতিনিধিঃ ছাতকে উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা গতকাল সোমবার দুপুরে শহরের মন্ডলীভোগস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের অপ্রতিরুদ্ধ শক্তি, দলের দুঃসময়ের কান্ডারী, পরীক্ষিত নেতা, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এবং জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট সম্পর্কে আওয়ামীলীগে অনুপ্রবেশকারী বাম নেতা ও তার অনুসারীরা কটুক্তি করে যাচ্ছে।

সংগঠিত জেলা আওয়ামীলীগকে বিভক্ত ও দলের শৃঙ্খলা ভঙ্গ করতে ওই নেতার অনুসারীদের দিয়ে এসব করানো হচ্ছে। নুরুল হুদা মুকট সম্পর্কে কটুক্তি করার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি হুশিয়ার করে বলেন, এখানের ঐক্যবদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এসব কটুক্তিকারী ও অনুপ্রবেশকারীদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ। বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শাহীন চৌধুরী, দেওয়ান আবুল কালাম মাষ্টার, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, সুদীপ দে, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, আওয়ামীলগ নেতা সোহরাব মিয়া, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কল্যানব্রত দাস, কামাল উদ্দিন, এবাদুল হক এমাদ, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী চপল, সৈয়দ লাল মিয়া, আব্দুর রইছ,  জাউয়াবাজার ব্যবসাী সমিতির সাধারন সম্পাদক আব্দুল হক। উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদকের মধ্যে বক্তব্য রাখেন, রেজা মিয়া তালুকদার, আব্দুল হক, জয়নাল আবেদীন, ডাঃ রেদওয়ানুল ইসলাম আরজু, আব্দুল মমিন, নুরুল হক,  নুর উদ্দিন, নিজাম উদ্দিন, আরশ আলী খান ভাসানী, রুহুল আমিন তালুকদার, হাজী আশিক মিয়া, মৃদুল কান্তি দাস মিন্টু, হাজী আফতাব মিয়া, সুলতান মিয়া, আজাদ মিয়া মেম্বার, কবির আহমদ মেম্বার, আব্দুস ছালাম, আব্দুল হাসিব, রাখাল চন্দ্র পাল, লয়লু মিয়া, শাহীন মিয়া তালুকদার, ইব্রাহিম আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি বাবুল পাল, আওয়ামীলীগ নেতা এমদাদুল হক সাদক আলী, হাজী এরশাদ, আসাদ মিয়া, তাবুল মিয়া, আখলুছ মিয়া তালুকদার, শাহ ইলিয়াছ, জমির মিয়া, আজিজুর রহমান, শাহ ফারুক, আবুল মিয়া, মুজিব মিয়া, যুবলীগ নেতা দিলোয়ার হোসেন, শামীম আহমদ, জাহাঙ্গির আলম, রায়হান তালুকদার, সঞ্জু চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির রুবেল ছাতক সরকারী কলেজ ছাত্রীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার, ছাত্রলীগ নেতা জাহাঙ্গির আলম তারেক প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(601 ভিউ)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com