বিজয় রায়, ছাতক প্রতিনিধি : ছাতকে অপহরনের প্রায় এক মাস পর অপহৃতা কিশোরীকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার উদ্ধার করা ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়। তবে অপহরনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে না পারায় স্থানীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দোলাবার ইউনিয়নের শেরপুর গ্রামে।
এ ঘটনায় ২১ জুলাই অপহৃতার পিতা বাদী হয়ে একই গ্রামের তাজ উল্লাহর পুত্র নোমান মিয়া(২০), মৃত কলমধর আলীর পুত্র জাকির হোসেন(২২) এবং চানপুর গ্রামের রফিকুর রহমানের পুত্র জুবায়ের মিয়ার বিরুদ্ধে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায় ২১ জুলাই সন্ধ্যায় নিজ বাড়ির আঙ্গিনা থেকে কিশোরীকে অপহরন করা হয়। একটি সিএনজি-ফোরষ্ট্রোক যোগে ওই কিশোরীকে অপহরন করে নিয়ে যায় অপহরনকারীরা।
বিষিয়টি স্থানীয় ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ জড়িতদের পরিবারের লোকজনকে অবহিত করেন কিশোরীর পিতা। কিন্তু এ বিষয়ে কোন সুরাহা না হওয়ায় কিশোরীর পিতা জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ কিশোরগঞ্জ থেকে অপহৃতা কিশোরীকে উদ্ধার করে। এ ব্যাপারে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দিদার জানান, এটি কোন অপহরনের ঘটনা নয়। কিশোরীর পিতা একটি হারানো জিডি করেছিল। জিডির প্রেক্ষিতে কিশোরগঞ্জ থেকে ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে
Posted ১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad