ছাতক প্রতিনিধিঃ ছাতকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৭টি দোকান ভষ্মিভুত হয়েছে। অগ্নিকান্ডে দোকানসহ দোকানের মালমাল পুড়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার জাউয়াবাজার বড়গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড়গলির আমিন বেডিং থেকে আগুনের সুত্রপাত ঘটে। আগুন মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তি সাঈদ বেডিং, আল আমিন বেডিং, গৌরাঙ্গ কর্মকার, শীতল কর্মকার, দুলাল কর্মকার ও কৃষ্ণ দে’র স্বর্ণের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন নিয়ন্ত্রনে আনার আগেই মালামালসহ বাজারের ৭টি দোকান ভষ্মিভুত হয়। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
Posted ১০:৫১ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad