অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল ও কাউন্সিলরগণ নিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।
পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল দ্বিতীয় বারে মত শপথ গ্রহণ করেন। একইভাবে ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৬নং ওয়ার্ডে জায়েদ আহমদ ও সংরক্ষিত মহিলা প্রার্থীদের মধ্যে শেফা বেগম নির্বাচিত হয়ে প্রথম শপথগ্রহণ করেন দায়িত্বভার গ্রহণ করেন। মোহাম্মদ জহির উদ্দিন, হেলালুজ্জামান হেলাল, মেহেরুন বেগম ও মনোয়ারা ফেরদৌস প্রথম নির্বাচন থেকে এখন পর্যন্ত চারবার এবং রহিন আহমদ খান তিনবার নির্বাচিত নির্বাচিত হয়ে শপথগ্রহণের মাধ্যে পুণরায় দায়িত্বগ্রহণ করেন।
১নং ওয়ার্ড মোহাম্মদ জহির উদ্দিন (৪বার), ২নং ওয়ার্ড জামেল আহমদ চৌধুরী (২বার), ৩নং ওয়ার্ড জবান আলী (২বার), ৪নং ওয়ার্ড এম ফজলুল আলম (২বার), ৫নং ওয়ার্ড রুহিন আহমদ খান (৩বার), ৬নং ওয়ার্ড জায়েদ আহমদ (নতুন), ৭নং ওয়ার্ড হেলালুজ্জামান হেলাল (৪বার), ৮নং ওয়ার্ড ফারুক আলী (সাবেক), ৯নং ওয়ার্ড নজরুল ইসলাম (সাবেক), ১,২,৩নং ওয়ার্ড শেফা বেগম (নতুন), ৪,৫,৬নং ওয়ার্ড মেহেরুন বেগম (৪বার), ৭,৮,৯নং ওয়ার্ড মনোয়ারা ফেরদৌস।
উল্লেখ্য গত ৩০জানুয়ারী গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ২৩দিন পর পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
Posted ২:০৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad