গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল মুকিত আর নেই। রবিবার (২০সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট নগরীর আম্বরখানাস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মরহুমের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে। তিনি স্ত্রী, ২ছেলে, ৪মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি একাধারে ১০বছর দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন। মরহুমের জানাজার নামাজ বিকাল ৫টায় ঢাকাদক্ষিণ দারুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
Posted ১১:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad