অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ১০৪পিছ ইয়াবা ট্যাবলেটসহ আইনুদ্দিন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক নির্দেশনায়, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীর নির্দেশক্রমে ও গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরীর তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) একলাছ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের এওলাটিকর জামে মসজিদের পাশে অভিযান চালিয়ে ১০৪পিছ ইয়াবাসহ আইনুদ্দিনকে গ্রেফতার করা হয়।
আইনুদ্দিন উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মোল্লাগ্রাম এলাকার মৃত হারিছ আলীর ছেলে। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮খ্রিঃ সনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় থানায় মামলা (নং ২৯ তাং ২৩.০৭.২০২০) দায়ের করা হয়েছে। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরীর সাথে প্রতিবেদকের কথা হলে তিনি জানান মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে ওইদিন অভিযান পরিচালনা করা হলে ইয়াবাসহ আসামীকে আটক করা হয়। তিনি জানান এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ১:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad