অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে মামলার প্রধান আসামী ঘাতক স্বামী এনাম উদ্দিন (৪৫) সহ আরও এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ কানাইঘাট রাজাগঞ্জ বন্ধুর বাড়ি থেকে অভিযান চালিয়ে প্রধান আসামী এনাম উদ্দিন (৪৫) কে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর বাঘা মাঝের মহল্লা মৃত হারিছ আলীর ছেলে।
অপরদিকে শুক্রবার ভোর রাতে একই গ্রামের মক্তাই মিয়ার স্ত্রী মামলার ৪নং আসামী আজিরুন নেছা (৪০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। তিনি বলেন আসামীদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য সোমবার (১১ মে) বিকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ভিকটিম শিল্পী বেগমকে দা দিয়ে গলা কেটে হত্যা করে। এঘটনায় শিল্পী বেগমের ছোট ভাই আব্দুছ ছামাদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Posted ৯:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad