গোলাপগঞ্জে এক যুবক সাপের কামড়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত যুবক উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের মদন মালাকারের ছেলে সুমন মালাকার (১৮)। সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সুমনের বড় ভাই প্রমুদ মালাকার ঘটনার ব্যাপারে নিশ্চিত করে বলেন বর্তমানে অবস্থা উন্নতির দিকে। বৃহস্পতিবার বিকাল ৫টায় সুমন বাড়ি থেকে বের হয়ে পাশে ঝোপঝাড় রাস্তা অতিক্রম করার সময় অসাবধানতাবশতঃ সাপ দংশন করে। এসময় ব্যথা অনুভব করলে তার আর্ত চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে সুমনের শারিরিক অবস্থা উন্নতির দিকে।
স্থানীয় ঢাকাদক্ষিণ বাজারে সুমনের নিজস্ব একটি সেলুন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
Posted ৯:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad