অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মঈন উদ্দিনের ছেলে মুহিবুর রহমান জাফরুল ও হাবিবুর রহমান কাবুল।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক জুনেদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাফরুলের বিরুদ্ধে দায়রা জজ আদালত ও শাহপরাণ থানায় দুটি মামলা ও কাবুলের বিরুদ্ধে শাহপরান ও দক্ষিণ সুরমা থানায় দুটি মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৮:০৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad