অজামিল চন্দ্র সাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন ঢাকাদক্ষিণ বাজারে মৃত গরুর মাংস বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে উত্তর ঘোঁষগাঁও গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে ফয়ছল আহমদ।
জানা যায়, শুক্রবার সকালে ঢাকাদক্ষিণ বাজারে ‘কয়েছ আহমদ নামীয় মাংসের দোকানে’ ফয়ছল আহমদ মৃত গরু জবাই করে মাংস বিক্রি করছিল। জনৈক ব্যক্তি তার কাছ থেকে মাংস কিনে বাসায় নিয়ে গিয়ে সন্দেহ হলে আরও দু/চার জনের সাথে বিষয়টি আলাপ করেন। এ খবর চাউর হয়ে গেলে পরে ঐ দোকানে স্থানীয় লোকজন ভীড় করতে থাকেন। এবং স্থানীয়রা মাংসের দোকান ঘেরাও করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং প্রাথমিকভাবে এর সত্যতা পায়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাংস ও বিক্রয়কারীকে উপজেলা সদর দফতরে নিয়ে আসেন। এবং মৃত গরুর মাংস বিক্রেতা ফয়ছল আহমদকে পঁচা মাংস বিক্রির অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ৭:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad