অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন মাষ্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির সুনামপুর কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাযা পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিসংখ্যান অফিসার আজিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও থানা পুলিশের একটি চৌকশ দল তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ¦ সফিকুর রহমান, সাবেক কমান্ডার আব্দুল মুতলিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শহিদ মতি, মো. গোলাব খান, আব্দুল গণি, মাতাব উদ্দিন, ছায়াদ আলী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইরমান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন। এছাড়াও রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।
এরআগে শুক্রবার রাত সাড়ে ১১টায় বার্ধক্যজািনত কারনে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩বছর। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির পশ্চিম সুনামপুর গ্রামের মৃত নছিম আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪মেয়ে ও ১ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Posted ৮:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad