অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি :
সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় গোলাপগঞ্জের সাহাব উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঘা ইউনিয়নের মাঝের মহল্লার মৃত ঈসমাইল আলীর ছেলে। সোমবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় সৌদি আরবের রিয়াদ আল-খারিজ নামক স্থানে মোটরসাইকেল ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই জামিল আহমদ রায়হান। তার লাশ বর্তমানে রিয়াদের একটি হাসপাতালের হিমাঘারে রাখা হয়েছে। দেশে আনার জন্য স্বজনদের পক্ষ থেকে প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
তবে দেশে নিয়ে আসতে ৪-৫দিন সময় লাগতে পারে । সাহাব উদ্দিন প্রায় ১বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমান। ব্যক্তিগত জীবনে তিনি ২মেয়ে ও ১ছেলে সন্তানের জনক।
Posted ১১:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad