অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির দফতর সম্পাদক খালেদ হোসেনের পিতা মোঃ আব্দুল কাইয়ূম (৬৭) ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা ১টায় বার্ধক্যজনিত কারনে পৌরশহর সরস্বতি গ্রামে তিনির নিজ বাড়ীতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আজ (শুক্রবার) বিকাল ৫টায় স্থানীয় সরস্বতী সরকারী প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় অংশগ্রহণ করেন আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, যুগ্ম সম্পাদক জায়েদুর রহমান জায়েদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাকিব আল মামুন, অর্থ সম্পাদক সুলতান আবু নাসের, দৈনিক শুভ প্রতিদিন গোলাপগঞ্জ প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
এদিকে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির দফতর সম্পাদক খালেদ হোসেনের পিতার মৃত্যুতে সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাবেক সভাপতি ও বর্তমান কার্য নির্বাহী কমিটির সদস্য শাহিন আলম সাহেদ, সহসভাপতি ইমরান আহমদ, সাধারণ সম্পাদক সাকিব আল মামুন, যুগ্ম সম্পাদক জয় রায় হিমেল, কোষাধ্যক্ষ সুলতান আবু নাসের, দপ্তর সম্পাদক খালেদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাচ্চু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মোহাম্মদ আবুল, কার্য নির্বাহী সদস্য আনোয়ার হুমায়ুন, এম এ রাজ্জাক প্রমুখ এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
Posted ৮:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad