মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি বেকারী ও এক ট্রাক্টর চালককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া এলাকার ফরেস্ট অফিসের নিকটে এ জরিমানা আদায়ের ঘটনা ঘটে।
জানা যায়, শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া এলাকায়, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তারের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকার একটি বাসায় পরিচালিত বেকারীতে নোংরা পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ করার দায়ে বেকারীতে থাকা সেলিম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই এলাকায় খোয়াই নদীর তীর কেটে মাটি উত্তোলনের দায়ে ট্রাক্টর চালক খোকন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । এ সময় উপজেলা অফিসের সিও ইমাংশু চন্দ্র ঘোষ, নাজির মোঃ উস্তার মিয়া ও শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপস্থিত ছিল।
Posted ১২:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad