এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, যুক্তরাজ্য থেকে : ব্রিটেনের নিউ ক্যাসল স্কুল ফর বয়েজ থেকে এবারের জিসিএসই পরীক্ষায় ১০টি সাবজেক্টে এ** ও ১টি এ* পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাজওয়ার রাজিব। শুধু নিউ ক্যাসল নয় পুরো ব্রিটেনের টপ রেজাল্টে স্থান করে নিয়েছে তাজওয়ার । তার এ অসাধারণ ফলাফলে ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির মুখ উজ্জ্বল হয়েছে। তার ফলাফলে মুগ্ধ হয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ও কমিউনিটির বিশিষ্টজনেরা।
তাজওয়ার রাজিব সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার তালুকদার বাড়ির সন্তান। তার বাবা রাজিব বাসিত
ব্রিটেনের নিউ ক্যাসেলে বসবাসরত একজন একাউন্টেন্ট ও তাজ একাউন্ট্যান্টসের স্বত্তাধিকারী। কবি ও সাহিত্যিক হিসেবে ও খ্যাতি রয়েছে । তার মা সৈয়দা ফাহমিনা রাজিব রয়েল ব্যাংক অফ স্কটল্যান্ডের সাবেক সিনিয়র ফাইনান্সিয়াল এডভাইসার ।
তার চাচা মরহুম এডভোকেট আব্দুর রউফ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি ও স্বনামধন্য আইনজীবী ছিলেন। তার দাদা মরহুম আব্দুস সাত্তার তালুকদারও ছিলেন একজন সমাজ সেবক।
তার নানা সৈয়দ খালিদ মিয়া অলিদ যুক্তরাজ্য সান্ডারল্যান্ড ইন্টারন্যাশনাল বাংলাদেশ কমিউনিটি সেন্টারের বারবার নির্বাচিত একজন স্বনামধন্য চেয়ারম্যান । নানু ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের এককালীন বিশিষ্ট
ব্যবসায়ী মরহুম সৈয়দ জাহাদার মিয়ার কন্যা সৈয়দা খাদিজা খাতুন সাজনা খালেদ।
তিন ভাই-বোনের মধ্যে সবার বড় তাজওয়ার রাজীব, পড়ালেখা শেষে মানব কল্যাণে কাজ করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
Posted ১:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad