বানিয়াচং প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচঙ্গে ৩ জুয়াড়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় সদরের পূর্বগড় জাঙ্গালে জুয়াখেলা অবস্থায় পূর্বগড় গ্রামের ফিরোজ উল্বার ছেলে আনোয়ার মিয়া, কামালখানী গ্রামের রহিম উল্বার ছেলে আক্তার মিয়া এবং নন্দীপাড়া এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে আবু খায়ের মিয়াকে আটক করে বানিয়াচং থানা পুলিশ। তাৎক্ষনিক ওইস্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক ৩জনকে ৫শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
Posted ১:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad